February 24, 2018

চোরে চোর চিনে

বাংলাদেশের এবং ভারতের দুই শ্রেষ্ঠ চোর দুই দেশের আনাচে-কানাচে সব চুরি করে অবশেষে ভাবলো এবার দেশের বাহিরে চুরি করবে তাই বাংলাদেশের চোর ভারতে যাবে আর ভারতের চোর বাংলাদেশে আসবে যেমনি সিদ্ধান্ত তেমনি কাজ দু‌‌'বর্ডারে দুজন মুখোমুখি একে অন্যকে জিজ্ঞাসা করলো তুই কে? বাংলাদেশের চোর উত্তর দিল-‌আমি বাংলাদেশের শ্রেষ্ঠচোর, ভারতের চোর উত্তর দিল -আমি ভারতের শ্রেষ্ঠচোর দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ এ নিয়ে চললো তুমুল বিতর্ক অবশেষে বাংলাদেশের শ্রেষ্ঠচোর ভারতের শ্রেষ্ঠচোরকে বলল-ঐ যে দেখা যায় একটি চিকন-লম্বা সুপারিগাছ যার একদম উপরে একটি ঘুঘুপাখি বাসার ভিতর বসে দুটি ডিমে তা দিচ্ছে সেখান থেকে তুই যদি ঘুঘুপাখিকে ফাঁকি দিয়ে ডিম দুটি নিয়ে আসতে পারিস যাতে পাখি টের না পায় তাহলে প্রমাণিত হবে-তুই শ্রেষ্ঠচোর একথা নাকি সাথে সাথে ভারতের চোর চুপিচুপি উঠে তৎক্ষণাত ডিম দুটি নিয়ে আসলো, ঘুঘুপাখি একদম টেরই পেলো না এবং অত্যন্ত গর্বের সাথে বাংলাদেশী চোরকে বলল, দ্যাখ-আমি শ্রেষ্ঠ কিনা? কিন্ত মজার ব্যাপার হলো - তখন ভারতের চোর সম্পূর্ণ উলঙ্গ গাছে উঠার সময় কখন কোন ফাঁকে বাংলাদেশী চোরটায় ভারতের চোরের পরণের লুঙ্গি খুলে নিল তা ভারতের চোর টেরই পেলো না? আপনারা বলুন তো কে শ্রেষ্ঠচোর?

No comments:

Post a Comment

---হামাস কী এবং কেন ইসরাইলের সাথে যুদ্ধ করছে

--- হামাস   কী   এবং   কেন   ইসরাইলের   সাথে   যুদ্ধ   করছে হামাস   ২০০৭   সালের   নির্বাচনে   জয়ী   হলেও   তাদের   পরো   ফিলিস্তিনের   ক্ষম...