August 7, 2010

সাহিত্য

তোমারই
লেখক - মিনুচিং মারমা
আকাশে যত উদারতা আছে
নদীতে যত গভীরতা আছে
ফুলে যত সুগন্ধ আছে
সবই যেন তোমারই মাঝে।
কবির মাঝে যত গুন আছে
কোকিলের কন্ঠে যত সুর আছে
চাঁদের মুখে যতহাসি আছে
সবই যেন তোমারই মাঝে।
তাইতো মোমায় এত ভাল লাগে।
তাইতো তোমায় এত ভালবাসে।
নাম: মিনুচিং মারমা
ঈঐঝড ১ম-ব্যাচ লক্ষীছড়ি


পরিচয়
লাভলী চাকমা (উল্টাছড়ি বিহার পাড়া)
থাকবোনা আর অন্ধকারে
দেখবো এবার আলো
জগৎটাকে সাজিয়ে রাখা
মনে করি ভালো।
প্রকৃতির লীলাভূমি
ভালো লাগে দেখতে
সুযোগ এবার এসে গেছে
ডাক্তারী শিখতে ।
দেখতেদেখতে ঘনিয়ে এল
পড়ে গেল ধুম ,
ঠিক করা হলএই দিনটি
১৫ তারিখের জুন।
ঠিক সময়ে পৌঁছে গেলাম
বানৌক অফিসে
তারপর দিন হতে শুরু করলাম
লেখাপড়ার কাজে ।
দুই মাসের শেষ প্রান্তে ফাইনাল পরীক্ষা হলো
একদিন পর স্যার জানিয়ে দিলেন,
রেজাল্ট তোমাদের ভালো।
খুশি মনে ফিরে এলাম
নিজের বাড়িতে
নামে নয় বংশে নয়
পরিচয় হব ডাক্তারীতে

পূণ্যের উৎস বনভান্তে

আজ বনভান্তের শুভ জন্ম জয়ন্তী
সবার মাঝে বইছে
আনন্দ আর খুশীর বন্যা।
তুমি এসেছো প্রভু

এ শুভ দিনের শুভ ক্ষনে
গোটা বৌদ্ধ জাতিকে আলোকিত করতে।
ভাবি আহা। কী পূন্য পারমী তোমার
তোমাকে পেয়ে গর্বিত  মোরা
হে প্রভু ! অবিদ্যা ভাঙ্গাও
সত্যের টানে,
তোমার প্রদীপ্ত শিখা ্ধসঢ়;জ্বালাও
সবার প্রান্তে।
ইতি ,
তোমারই লেখক
নিত্য শোভা চাকমা


অনুভুতি


খাগড়াছড়ি জেলাধীন সুদর লক্ষ্মীছড়ি উপজেলা একটি অনুন্নত ও দুর্গম এলাকা যাহা অবহেলিতএবং উপেক্ষিত ।ক এমন সময়ে লক্ষীছড়ি উপজেলার ভাগ্য পরিবর্তন হয়ে টঘউচ-এর আর্বিভাব ঘটলো সেই অবহেলিত লক্ষ্মীছড়ি বুকে। শুরু হলো জনগোষ্ঠীর ক্ষমতায়ন প্রকল্প (ঈঊচ) প্রার্থনার শীষ্য চইগ –র মাধ্যমে । তারপর আরও টঘউচ-র শ্রদ্ধেয় চারূ বিকাশ ত্রিপুরার আপ্রাণ চেষ্টার মাধ্যমে আরও আবির্ভার ঘটালেন বেসিক টু এডুকেশন প্রোগ্রাম এর পর পর আরও শুরু হলো আমাদের এই স্বাস্থ্য সেবা কর্মসূচী যাহা চারু দার অবদানকখনও ভুলা যায় না । দীর্ঘ দুই মাস হেলথ সার্ভিসেস ওয়ার্কারস পদে ট্রেনিং করলাম খাগড়াছড়ি শান্তিনগর বানৌক আবাসিক প্রশিক্ষণ কেন্দ্রে মনোরাম পরিবেশে। ভালো লাগলো যেমনি পেট্রনিং সেন্দারের পরিবেশ তার চেয়ে অধিকু আরও ভালো লাগলো আমাদের শ্রদ্ধেয় ট্রোনিং কোডিনেটর এসম ইউছুফ আলী স্যার ও জেলা মেডিকেল অফিসার ডা. মো.শাহীন আক্তার স্যারও অন্যান্য প্রশিক্ষক মহোদয়দেরকে। যাদের অবদান আমার আজীবন স্মরণীয় হয়ে হৃদয়ের মাঝে গেঁথে থাকবে।


নাম: মেরিনা চাকমা(স্বাস্থ্যকর্মী)
গ্রাম: বেলক্ক পাড়া
উপজেলা: লক্ষ্মীছড়ি।


ভাল থাকার উপায়

অনেক বছর পেরিয়ে স্বাস্থ্যসেবা
এলো সকলের তবে
নিয়মিত ঔষধ সেবনে নিরাময় হয়েছে রোগ
সাড়া জাড়িয়েছে বিশ্ব মানুষকে দিয়েছে বেচে থাকার প্রেরণা
সুন্দর জীবন গড়ার অঙ্গীকার
স্বাস্থ্য বলতে এই নয় যে শুধু খাওয়া দাওয়া আরাম।
স্বাস্থ্য বলতে প্রচুর ভিটামিন আর প্রোটিন
স্বাস্থ্য থাকলে ভালো আরাম
আয়েশ আরো।
নাম: জয়দেবী চাকমা


নামঃ-কোকোলা চাকমা
রোলঃ-৩
অগ্রগতি

চলেছি, নব দিগন্তের খোঁজে, কোলো জীবনের,
পথ হারা পথিকের- অগ্রগতির এক দিশারী হকার॥
সবারে ভাসি ভালো জনি না আত্মপর সদা জাগে মনে,
 জন এক করে সবার এক মহান কাজ করার ॥
আকাশে উদিত চাঁদ. ফুটোয় নির্মম আলো,
 যেমনে নতুনে গজাঁয়, ক্ষেতের বীজগুলো বলে অগ্রগাতর পথে চলো।
সময়ের মথাষউ মূল্য দিয়ে চলি একান্তে,
 কিছু অগ্রগাত মনে, রয়েছে এক প্রান্তে একাগ্র চিওে হলেও, জীবনের অন্তে ।
 প্রতিজ্ঞাবদ্ধ এই মন ,
কিছুটা চেষ্টায় পিাইয়ে হাটতে জানবে না ,
 ভাবে আপন নিষউার অগ্রগাতর হবেই হবে আপন প্রচেষ্টায়ন।




ছড়া

চোখ দিয়ে দেখি আমি
কান দিয়ে শুনি
হাত দিয়ে করি কাজ
লিখি আর গুনি
পা দিয়ে হাঁটি আর
দৌঁড় ঝাঁপ করি

মুখ দিয়ে খাই আর
কথা বলি পড়ি
নাকে নেই ঘ্রান আর
জিভে নেই স্বাদ
কত কিছু করি আমি
সারা দিন রাত                 নামঃ-আইসা চৌধুরী
ট্রেনিং ট্রেনিং ট্রেনিং
মানসী ত্রিপুরা

ট্রেনিং ট্রেনিং ট্রেনিং
আমার জীবনে এসেকিল এই প্রথম ট্রেনিং
ট্রেনিং ট্রেনিং ট্রেনিং
ট্রেনিং অর্থ হচ্ছে ।
কোন কিছু স্মর্পকে জ্ঞান অর্জন
আর আমি জেনেকি অনেক
ট্রেনিং ট্রেনিং ট্রেনিং
ট্রেনিং এর মধ্যে কিল অনেক বিষয় ।
ডায়রিয়া, নিউমোনিয়া . ম্যালেরিয়া. যক্ষা আরোকতকী জীবনে যা বাস্তবে পোকে দেয়া সুন্দর অবতরনে আমার জীবনে মানুষের কল্যানে সেবা দানে এবার সুযোগ এল এইু বুঝি তাই ট্রেনিং আমার জীবন্ধেসঢ়; আলো ট্রেনিং এর মধ্যে যারা কিণ ওনারা সবাই আমার গুরো জন ট্রেনিং য়ে আমার ভাল লেগেকিণ সবাই কে ট্রেনিং যখন শেষ হল তখন হৃচ্ছিল মনে আমার কান্নার এখন আসচেছ বুক ফেতে বিদায় বিদায় বিদায় ট্রেনিং তোমায় জানায় চির বিদায়


প্রশিক্ষনে দিনগুলো মনেপড়ে
জীবনে স্মৃতি হয়ে থাকবে
দুমাসের প্রশিক্ষনের কথা ভুলতে পারব না ইউসুফ সগরের সেই সকালে প্রতিদিন ক্লাসে দিন গুলোর কথা যে আশা নিয়ে এসেছিলাম প্রশিক্ষণে তার অধিক পেয়েঁিছলাম জীবনে তাইতো হৃদয় আনন্দে ভরে ওঠেছিল উৎফুল্ল হয়ে আজও ভুলতে পারিনা ক্লাসে স্যারদেয় কথা জ্ধীসঢ়;বনে সাজানিনা তাজেনেছি প্রশিক্ষণে সেশিক্ষা নিয়ে শুরু করব মানুষের সেবা ম্যালেরিয়া নিউমোনিয়াও ডায়রিয়াসহ আরো অন্যান্য রোগের প্রাথমিক চিকিৎসা

শান্তি রানী চাক্ধসঢ়;মা
রোলনং(৬)


জীবনের স্বপ্ন
সন্ধ্যা চাক্ধসঢ়;মা
জীবনের স্বপ্ন আছে অনেক
তা অনেকের পূরন হয়,
আর অনেকের পূরন হয় না।
তাঁরপর ও মানুষ স্বপ্ন নিয়ে বেঁচে থাকে.
এটাই তো দুনিয়ার রীতি নীতি।
আমি ও স্বপ্নকে খুবই ভালবাসি স্বপ্ন ছাড়া চলেনা এই দুনিয়া,
তাইতো মানুষ স্বপ্ন নিয়ে বেঁচে থাকে আজীবন


সেবা
লেখক বেবীবসু

জীবনের প্রথম ট্রেনিং নিয়েছি

পেয়েছি আমাদের প্রিয়
শিক্ষক ইউছুফ স্যার
তিনি আমাদের অনেক কিছু
শিক্ষা দিয়েছিলেন ।
তাইতো শিখেছি অনেক
রোগের চিকিৎসা।
জেনেছি অনেক রোগের লক্ষন.
র্কধসঢ়;ব জনগনকে সেবা।

১ম ব্যাচ লক্ষিছড়ী
পরিচয়,
লাভলী চাকমা উল্টাছড়ি বিহার পাড়া
থাকবোনা আর অন্ধকারে
দেখবো এবার আলো
জগৎটাকে সদজিয়ে রাখা
মনে করি ভালো,
প্রকৃতির লীলাভুমি
ভালোলাগে দেখতে
দেখতে,দেখতে ঘনিয়ে এল
পড়ে গেল ধুম
ঠিক করা হল এই দিনটি
১৫ তারিখের জুন।
ঠিক সময়ে পৌছে গেলাম
বানৌক অফিসে
তারপর দিন হতে শুরু করলাম
লেখাপড়ার কাজে।
দুই মাসের শেষ প্রান্তে
ফাইনাল পরীক্ষা হলো
একদিন পর স্যার জনিয়ে দিলেন
রেজাণ্ট তোমাদের ভালো।
খুশি মনে ফিরে এলাম
নিজের বাড়িতে
নামে নয় বংশে নয়
পরিচয় হব ডাক্তারীওে


পূন্যের

No comments:

Post a Comment

---হামাস কী এবং কেন ইসরাইলের সাথে যুদ্ধ করছে

--- হামাস   কী   এবং   কেন   ইসরাইলের   সাথে   যুদ্ধ   করছে হামাস   ২০০৭   সালের   নির্বাচনে   জয়ী   হলেও   তাদের   পরো   ফিলিস্তিনের   ক্ষম...